23 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » শান্তিপূর্ণ সমাজ গঠনে কারবালার শিক্ষা গুরুত্বপূর্ণ-শাহেদুর রহমান হাশেমী

শান্তিপূর্ণ সমাজ গঠনে কারবালার শিক্ষা গুরুত্বপূর্ণ-শাহেদুর রহমান হাশেমী

চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়াহাট চত্বরে শাহাদাত এ কারবালা মাহফিলে

কারবালা প্রান্তরের নির্মম ঐতিহাসিক ঘটনাটি মর্মান্তিক বেদনাদায়ক। নিপীড়িত জনগোষ্ঠীকে শোষক শ্রেণীর হাত থেকে সুরক্ষায় ইমাম হোসাইন (রা.)’র আদর্শ মুসলিম সমাজের জন্য নিরন্তর শক্তির উৎস। যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করে নিজেদের জীবনকে বিসর্জন দেন, তারাই চিরকাল বেঁচে থাকেন অজস্র হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে। একটি বৈষম্যহীন, সাম্যের মানবিক পৃথিবী গড়তে কারবালার ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে মুসলিম সমাজকে শান্তির সমাজ বিনির্মানে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

সোমবার(১৬আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়াহাট চত্বরে শাহাদাত এ কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ সূফি কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম.জি.আ.) উপরোক্ত বক্তব্য দেন।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের শাহজাদা মাশহুদুর রহমান হাশেমী, মুফতি গোলাম রাব্বানী কাশেমী, মাওলানা সোলায়মান আলম রেজভী প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ