29 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সেই ক্রেনের ৮০ টনের গার্ডার সরানোর সক্ষমতা ছিল না

সেই ক্রেনের ৮০ টনের গার্ডার সরানোর সক্ষমতা ছিল না


বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ৮০ টন (ফায়ার সার্ভিসের তথ্যমতে ১২০ টন) ওজনের গার্ডার সরানো হচ্ছিলো মাত্র ৮৫ টন সক্ষমতার ক্রেন দিয়ে। আর সে কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।

এ বিষয়ে সড়ক পরিবহন সচিব আমানউল্লাহ নূরী বলেন, যে ক্রেন দিয়ে গার্ডার তোলা হচ্ছিলো সেটি এর জন্য সক্ষম কিনা এটা তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলে জানা যাবে। জানতে পেরেছি, ওই ক্রেন দিয়ে গার্ডার ওপরে তোলা হচ্ছিল না, শুধু স্থানান্তর করা হচ্ছিল। চালককে আটক করলে বিস্তারিত জানা যাবে। আমরা পুলিশকে বলেছি চালককে আটক করতে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। প্রাইভেটকারটিতে একই পরিবারের সাত সদস্য ছিলেন।

নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়ামনি নামের নবদম্পতি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ