16 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মধ্যরাতে বিএনপি অফিসে অভিযান: ককটেল উদ্ধার

মধ্যরাতে বিএনপি অফিসে অভিযান: ককটেল উদ্ধার

নয়াপল্টন বিএনপি কার্যালয়ে অভিযান

ঢাকা : সামনের সড়কে যান চলাচল বন্ধ করে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসে আকস্মিক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ(ডিবি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালায় ডিবি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কার্যালয়ের নিচ ও তৃতীয় তলায় অভিযান  চালায়। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে ফকিরপুল থেকে নাইটিঙ্গেল ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলগামী উভয় সড়কের যানচলাচল বন্ধ রাখা হয়।

বিএনপির কেন্দ্রীয় অফিস হতে পুলিশ বেশ কিছু ককটেল উদ্ধারসহ কয়েকজন আটক করে। কার্যালয়ের বাথরুম থেকে ককটেল উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিবিপ্রধান হারুন-অর-রশিদ।তবে পুলিশের পক্ষ হতে কিছু স্পষ্ট জানানো হয় নি।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ