27 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বোয়ালখালীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালীতে শেখ রাসেল স্মৃতি প্রাইজমানি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার কালাইয়ারহাট পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে আমুচিয়া স্পোটিং একাডেমীর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দ্য কিং অব আগ্রাবাদ বনাম বোয়ালখালী ফুটবল একাডেমি সবুজ দলের মধ্যকার ফাইনাল খেলায় ১-৪ গোলে জয় পেল বোয়ালখালী ফুটবল একাডেমি সবুজ দল।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা করেন ছাত্রনেতা মো. কায়ুম।

আগত দর্শকদের জন্য ফ্রি র ্যাফেল ড্রয়ের পুরস্কার,বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

বিএনএনিউজ/বাবর মুনাফ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ