21 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » লায়নদের আর্তমানবতায় এগিয়ে আসতে হবে – লায়ন্স গভর্নর সামশুদ্দিন

লায়নদের আর্তমানবতায় এগিয়ে আসতে হবে – লায়ন্স গভর্নর সামশুদ্দিন


বিএনএ, চট্টগ্রাম : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর Thanks & Award giving ceremony শনিবার(১৭ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

চিটাগাং লায়ন্স ফাউন্ডেশন ভবনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ।

Thanks & Award giving ceremony
Thanks & Award giving ceremony

বক্তব্য রাখেন জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন এম মোঃ মহিউদ্দিন চৌধুরি এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ, রিজিয়নাল চেয়ারপারসন ১ লায়ন হুমায়ন কবির, জোন চেয়ারপারসন ১ লায়ন শফিকুল ইসলাম এমজেএফ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আসিফ মাহমুদ ভূইঁয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী।

Thanks & Award giving ceremony
Thanks & Award giving ceremony 2

প্রধান অতিথি ও বিদায়ী জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন সিদ্দিকী বলেন, আর্তমানবতার সেবার মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। সে দৃষ্টিকোণ থেকে গরীব ও অসহায় মানুষকে সেবা দিতে হবে। যে কোন দুর্যোগ পরিস্থিতিতে লায়নগণকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেবাধর্মী কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিএনএ/ ওজি, এইস এইস

Loading


শিরোনাম বিএনএ