37 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হাজিদের জমজমের পানি বিতরণ করবে রোবট

হাজিদের জমজমের পানি বিতরণ করবে রোবট

হাজিদের জমজমের পানি বিতরণ করবে রোবট

বিএনএ, বিশ্বডেস্ক : হজ পালনকারীদের কাছে এ বছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। বর্তমানে মক্কায় হজের প্রস্তুতি চলছে। রোবটগুলোও নিচ্ছে প্রস্তুতি।

বিশ্বে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়া করোনা মহামারির মধ্যে এবার পবিত্র হজ পালনে সমবেত হওয়া হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির সরকার এক ঘোষণায় জানায়, সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মধ্য থেকে মোট ৬০ হাজার মুসল্লি এবার হজ পালন করতে পারবেন।

YouTube player

জমজম কূপের পানি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আল-লোকমানি বলেন, ‘রোবটগুলোর মূল লক্ষ্য হলো কোনো ধরনের মানব স্পর্শ ছাড়াই ব্যক্তিগত সেবা দেওয়া। বর্তমানে প্রায় ২০টি রোবট দর্শনার্থী এবং হজ পালনকারীদের সেবা দিচ্ছে।

প্রয়োজনে আরও রোবট নিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর জমজম পানির লাখ লাখ বোতল বিতরণ করা হয়।

বিএননিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ