28 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - মে ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জুলাইয়ে মেট্রোরেল চলবে আগারগাঁও-মতিঝিল রুটে

জুলাইয়ে মেট্রোরেল চলবে আগারগাঁও-মতিঝিল রুটে

মেট্রোরেল

বিএনএ, ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছেন, আগামী জুলাই থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটে পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে মেট্রোরেল চালু হবে। এটি মেট্রোরেলের দ্বিতীয় অংশ।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।

এমএএন ছিদ্দিক বলেন, আমাদের প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। তারপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট এবং ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। তারপরে এটা পরিপূর্ণভাবে চালানো হবে।

তিনি বলেন, আমাদের হাতে যে ছয় মাস সময় আছে, আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। সবকিছু লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে।

মেট্রোরেলের আয়ের হিসেব তুলে ধরে তিনি বলেন, গতকাল রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ