40 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ফের ৭ জন অপহরণ

টেকনাফে ফের ৭ জন অপহরণ


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে ফের সাতজনকে অপহরণ করেছে রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তরা। অপহৃত সাত জনের মধ্যে তিনজন কাঠুরিয়া।

কয়েকজন প্রত্যক্ষদর্শী পাহাড়ি শন কাটার দিনমজুর জানিয়েছেন, সশস্ত্র মুখোশপরা ১২/১৫ জন অস্ত্রের মূখে জিম্মি করে গহীন জঙ্গলের উচু নীচু পাহাড়ী জনপদ দিয়ে পূর্বদিকে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ওই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে অপহ্নতদের মধ্যে তিন জন কাঠ কাটতে ও চার জন পাহাড়ে শন কাটতে গিয়েছিল।

অপহৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম (৪০)ফজল করিম( ৩৯), জাবেরুল ইসলাম,(৩৫) জাইনুল ইসলাম( ৪৩) আরিফ উল্লাহ (৩০) ও গিয়াস উদ্দীন (১৭)।

বাহারছড়া ইউনিয়ন যবলীগ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে জেনেছি কাঠ কাটতে গিয়ে ও শনখোলার শন কাটতে গিয়ে এলাকার সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। পরে অপহরণের খবরটি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়। অন্ধকার নেমে আসায় পুলিশ চলে এসেছে। স্থানীয়দের নিয়ে আবারও পাহাড়ে অপারেশনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ