27 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বিএনএ, সাভার : আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ১০লাখ ৫০হাজার টাকার মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মুসতাকিন (৪৫) রাজশাহী জেলার বাসিন্দা।

সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ১০৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ