31 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ বাসে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামে ২ বাসে আগুন, প্রতিবাদে বিক্ষোভ


বিএনএ, চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরের ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।

বাসে আগুনের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হয়ে ওয়াসার মোড়, আলমাস সিনেমা হল, কাজীর দেউরি মোড় হয়ে নূর মোহাম্মদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় হয়ে লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় গিয়ে শেষ হয়।

এসময় চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনের ফটকে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেছে কিছু লোক। ওই সময় লাঠিসোঁটা হাতে তারা বিক্ষোভ করে। এর আগে কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে পারেনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে কিছু লোকজন। ওই সময় পুলিশ তাদের বাধা দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকে সামনে অবস্থান নিয়ে কিছু ব্যানার ছিঁড়ে ফেলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ওয়াসা মোড়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ