বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় মাহবুবা মেহের (২৪) নামে এক গৃহবধূ হত্যা করেছে ডাকাত দল। আহত হয়েছেন শাশুড়ি নাজনীন আক্তারও।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নারিকেল তলা এলাকায় আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
নিহতের ভাতিজা মীর জুয়েল বলেন, দুপুরে বাড়ির পুরুষরা জুমার নামাজ পড়তে গেলে ডাকাতদল ঘরে ঢোকে। এ সময় চাচি মাহবুবা মেহর চিৎকার দিতে চেয়েছিলেন। তখন গলাটিপে হত্যা করে ডাকাতরা। দাদি নাজনীন আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা।
ওসি উৎপল বড়ুয়া জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত না। বিস্তারিত পরে জানানো হবে।
বিএনএনিউজ/মনির
Total Viewed and Shared : 138