32 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৬, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধভাবে পশু বিক্রির দায়ে ১৩ মামলা

চট্টগ্রামে অবৈধভাবে পশু বিক্রির দায়ে ১৩ মামলা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় অনুমতি না নিয়ে অবৈধভাবে খামার বানিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে ১৩ মামলায় ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জুলাই) নগরীর পশ্চিম মাদারবাড়ী বালুর মাঠ, ঈদগাঁ বার কোয়াটার, বউ বাজার দুলহান ক্লাব, ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, অলংকার বন্দরগাঁও পেট্রলপাম্প এলাকা, পতেঙ্গা থানার নাজিরপাড়া, মাইজপাড়া ও পূর্ব কাঠগড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে খামার বসিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পশুগুলোকে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানির হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে সাগরিকা গরুর বাজার ও পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন টি কে মাঠের গরুর বাজারে করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।  অভিযানকালে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 131 


শিরোনাম বিএনএ