32 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় সাংবাদিক নিহত

আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় সাংবাদিক নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী। শুক্রবার (১৬ জুলাই) দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দযাই এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হিসেবে আফগান যুদ্ধের ছবি তুলতে কান্দাহারে গিয়েছিলেন দানিশ সিদ্দিকী। কান্দাহারের স্পিন বুলদাক জেলায় যুদ্ধ চলাকালে গতরাতে তিনি প্রাণ হারান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মুম্বাইয়ের বাসিন্দা সিদ্দিকী রয়টার্সের সঙ্গে একযুগের বেশি সময় ধরে কাজ করছেন। ২০১৮ সালে ফিচার ফটোগ্রাফিতে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিপীড়ন নিয়ে কাজের জন্য সহকর্মী আদনান আবিদি ও অপর পাঁচজনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান তিনি।

সম্প্রতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় সিদ্দিকীর তোলা ভারতের গণকবরের ছবি ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Total Viewed and Shared : 134 


শিরোনাম বিএনএ