30 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

বিএনএ, ঢাকা (কেরানীগঞ্জ) :  ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার ( ১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম গোপাল চন্দ্র মন্ডলের (৪২)। তার কয়েদি নম্বর ছিল ৫১৩৯। তিনি দীর্ঘ ২০ বছর যাবত সাজা ভোগ করছিলেন।

কারারক্ষী সোহেল রানা জানান, রাত ১২টার দিকে গোপাল চন্দ্র মন্ডল অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, গোপাল চন্দ্র মন্ডলের মরদেহ ময়না তদনৃতের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আজিজুল/আমিন

Total Viewed and Shared : 130 


শিরোনাম বিএনএ