30 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবিতে নিরাপত্তা বাড়াতে সিকিউরিটি বক্স

ঢাবিতে নিরাপত্তা বাড়াতে সিকিউরিটি বক্স


বিএনএ, ঢাবি: নিরাপত্তা জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে ৫টি সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন ২০২৩) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স’-এর উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোআখতারুজ্জামান এই বক্স উদ্বোধন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই ‘সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকেই সহযোগিতা করতে হবে। এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

বিএনএ/মোছাদ্দেক, ওজি

Loading


শিরোনাম বিএনএ