31 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যূ হয়েছে।

শুক্রবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশনের পশ্চিমপার্শ্বে অবস্থিত গ্যাংকোয়ার্টার মসজিদের কাছে এই ঘটনা ঘটে।

নিহত হেনা ওই গ্যাংকোয়ার্টারের বাসিন্দা ওমর ফারুকের (৩২) স্ত্রী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেয়। পড়ে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়িকে অবহিত করে। ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হেনার স্বামী ওমর ফারুক বলেন, অন্যান্যবারের মতোই গতরাতে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়ি। রেল লাইনের পাশেই আমাদের বাসা। হৈচৈ শুনে আম্মা বাসা থেকে বেড়িয়ে গিয়ে রেল লাইনের উপর হেনার মরদেহ দেখতে পান এবং ফিরে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। আমাদের চার বছরের দাম্পত্য জীবন, কোন সমস্যা ছিল না।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ