23 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » ধর্মীয় স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় জেলা জজ প্রত্যাহার

ধর্মীয় স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় জেলা জজ প্রত্যাহার


বিএনএ, শেরপুর : সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টিকর্তাকে নিয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে তার পদ থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে এ খবর জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. ইমান আলী শেখকে বর্তমান কর্ম বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

এর আগে ১৪ এপ্রিল শুক্রবার বিচারক ইমান আলী নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে সৃষ্টিকর্তা নিয়ে বিভিন্ন কথা বলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ