29 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৮ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

১৮ জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী


বিএনএ, কক্সবাজার : অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে চারটি নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। মঙ্গলবার বিকেলে টেকনাফ-সেন্টমাটিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নেওয়া হয়।

বুধবার (১৬ মার্চ) রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি জেলেদের ফেরত দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ।

এই জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬) ও জামাল (২১)।

ট্রলারগুলোর মালিক টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালাম।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে ভাইবারের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা কোনো ধরনের সাড়া দেয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ