30 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » মেঘনায় জেলে-পুলিশ সংঘর্ষে নিহত ১

মেঘনায় জেলে-পুলিশ সংঘর্ষে নিহত ১

জেলে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলেকে জাটকা, জাল ও নৌকাসহ আটক করেছে পুলিশ। জেলেদের হামলায় মোহপুর নৌফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

নিহত জেলে মাসুদের (২২) বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। এই ঘটনায় আটক অপর দুই জেলে হলেন- একই এলাকার আমির হোসেন ও নজিম ইসলাম।

নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার মধ্যরাতে পুলিশ জাটকাবাহী ট্রলার আসার খবর পেয়ে সেটি ধরার জন্য টহল টিম যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে চাকতি নিক্ষেপ করছিলেন।

তারা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের উপর হামলা করে। জেলেদের হামলায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড শটগানের গুলি করে। এই ঘটনায় মাসুদ নামের এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ