বিএনএ, ঢাকা : কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা দাবী করা কথিত দাদা বাহিনীর অন্যতম সদস্য মজিদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
বুধবার (১৪ জুলাই) মোঃ মজিবুর রহমান শেখ ওরফে মজিদ ওরফে রাসেলকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সূমা জানান, কথিত এই দাদা বাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী করতো। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দাদার নির্দেশে তার বাহিনীর লোকজন ধারালো চাপাতি এবং অস্ত্রসস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে এলোপাথারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করতো।
গ্রেফতারকৃত মজিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।
বিএনএনিউজ/ এইচ.এম।
Total Viewed and Shared : 143