16 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

নারায়নগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

ছুরিকাঘাত

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত  হাফিজুর রহমান সোহান (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার রসুলপুর জয়নালের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এসময় জয়নালের গ্যারেজের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে সোহানকে হত্যা করলো তারা তা আমি সঠিক ভাবে বলতে পারছি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ