26 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লা সিটিতে বিজিবি মোতায়েন

কুমিল্লা সিটিতে বিজিবি মোতায়েন

কুমিল্লা সিটিতে বিজিবি মোতায়েন

বিএনএ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রচার শুরুর আগেই নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।ভোট গ্রহণের এক মাস আগে রোববার থেকে এই বিজিবি মোতায়েন করা হলো।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখার জন্য মাঠে আছেন। রোববার থেকে এক প্লাটুন বিজিবিকেও মাঠে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, এখনই প্রার্থীদের প্রচারণা শুরু করার কথা নয়। তার পরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন, আমরা তাদের শোকজ ও মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ