21 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে কি থাকছে?

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে কি থাকছে?

ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: ঝটিকা সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ঝটিকা সফরের শুরুতে বুধবার সকাল সাড়ে ৯ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফয়সাল বিন ফারহান আল সৌদ। সকাল সোয়া ১০ টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হবে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন হবে।

১১ টা ৪৫ মিনিটের দিকে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। সেখানে প্রতিনিধিত্ব করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে বেলা ১২ টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বছিলায় একটি আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

দুপুর একটার দিকে ঢাকা ত্যাগ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ