16 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ২৩৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২৩৯ জনের করোনা শনাক্ত

করোনা আপডেট : ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ১০ হাজার ছাড়াল

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ চার হাজার ৪২৭ জনে। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১২ দশমিক ২৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ২১৮ জন নগরের এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগে শুক্রবার চট্টগ্রামে ২৯৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ