17 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » শেখ রাসেলের শুভসূচনা

শেখ রাসেলের শুভসূচনা

শেখ রাসেলের শুভসূচনা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারায় সাবেক চ্যাম্পিয়নরা।

১৬তম মিনিটের মধ্যেই দুই গোলের দেখা পায় সাবেক চ্যাম্পিয়নরা। খেলার ১৩ মিনিটে গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। বক্সের বাঁ দিক থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি গোলরক্ষক। হেডে জাল খুঁজে নেন লোপেস। ৩৪তম মিনিটে সিয়ো জুনাপিয়োর গোলে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করায় হার সঙ্গী করে মাঠ ছাড়ে ব্রাদার্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ