31 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আশিকুর রহমান রোহিত (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। তিনি বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল ১১টার দিকে চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।ছাত্রলীগ নেতাকর্মীদের সড়ক ওপর থেকে সরিয়ে দিতে আসে টহল পুলিশ। এ সময় টহল পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

জানা যায়, ৮ জানুয়ারি  নগরীর দেওয়ানবাজার এলাকায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেয়ার সময় ছুরিকাঘাতে আহত হন আশিকুর রহমান রোহিত। এ সময় তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া  বলেন, ৮ জানুয়ারি (শুক্রবার) বিকেলে ছুরিকাহত হয়ে আশিক এখানে ভর্তি হন। আজ ভোর ৫ টায় হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে  স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ঘটনার পরদিন ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার এসআই মো. ইয়াসির আরাফাত জানান, তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত নয়টার দিকে নগরীর পাঠানটুলীর মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত (৫৫) হন। একই ঘটনায় মাহবুব নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ