37 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হোয়াইট হাউজ প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভুত জাইন সিদ্দিক

হোয়াইট হাউজ প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভুত জাইন সিদ্দিক

হোয়াইট হাউজ প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভুত জাইন সিদ্দিক

বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক জাইন সিদ্দিক। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছে প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান যিনি হোয়াইট হাউজে এমন গুরুত্বপূর্ণ পদে অসীন হবেন।

জাইন সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভুত হলেও বড় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। পড়াশুনা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল’ স্কুলে।

তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, ‘জেইন অত্যন্ত মেধাবী একজন মানুষ। দীর্ঘ দিন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন দায়িত্বে তার প্রমাণ দিয়েছেন।’ তার এই নিয়োগকে বাংলাদেশি-আমেরিকানদের জন্য ‘বড় একটি সুসংবাদ’ বলে বর্ণনা করেন তিনি।

বাইডেন-হ্যারিস ট্রান্সিশনের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন জাইন। এ ছাড়া তিনি নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ২০২০ সালের নির্বাচন বিষয়ক বিতর্ক প্রস্তুতি দলেরও সদস্য ছিলেন।

এ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসের বিচারক ডেভিড টাটেল ও ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ডিন প্রিগারসনের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ