20 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু বৃহস্পতিবার

পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু বৃহস্পতিবার

পবিত্র জমাদিউল আউয়াল

আগামী বৃহস্পতিবার( ১৬ নভেম্বর২০২৩)  থেকে বাংলাদেশে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু করা হবে। বাংলাদেশের আকাশে মঙ্গলবার( ১৪ নভেম্বর২০২৩)  কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ নভেম্বর ২০২৩ বুধবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।

মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশন’র বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহাঃ বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ