32 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় এনপিপি

সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় এনপিপি

সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় এনপিপি

বিএনএ, ঢাকা: সংবিধানসহ রাষ্ট্র কাঠামোর প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দলের সহদপ্তর সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান বলেন, সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। এ জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

শেখ ছালু বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই প্রধান লক্ষ্য। এ সরকারের কাছে আমাদের দাবি, প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ে তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ