27 C
আবহাওয়া
৯:১০ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু

করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু

করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  অবস্থার অবনতি হলে ঢাকা বিএসবি হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তিনি মারা যান

ডা. এসএম মোস্তফা একজন হৃদরোগ বিশেষজ্ঞ। এছাড়া বেসরকারি ইউএসটিসি হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানও ছিলেন।

বিএনএনিউজ/মনির

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ