25 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » চিরতরে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার  

চিরতরে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার  


বিএনএ, টেক ডেস্ক : মাইক্রোসফট তাদের পুরাতন ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দিতে চলেছে। ২৭ বছরের দীর্ঘ উপস্থিতি। অ্যাপটি আগামি ১৫ জুন অবসর নিচ্ছে। যা নিয়ে স্পষ্টতই ভারাক্রান্ত নেটিজেনদের মন। ‘উইন্ডোজ ৯৫’ এর অ্যাড-অন প্যাকেজ হিসেবেই ১৯৯৫ সালে বাজারে এসেছিল ‘ইন্টারনেট এক্সপ্লোরার’।

২০০৩ সালেই এটি বিশ্বের ৯৫ শতাংশ মানুষের দ্বারা ব্যবহৃত হত। কিন্তু ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ তাদের এই অর্জন ধরে রাখতে ব্যর্থ হয়। পরবর্তী বছরগুলিতে তাদের ‘ইউজার বেস’ও নাটকীয় ভাবে কমতে থাকে। ১৫ জুন বন্ধ হওয়ার পরে এটা আর অপারেট করা যাবে না।

ইন্টারনেট এক্সপ্লোরার যখন স্বমহিমায় বিরাজ করছে তখনই বাজারে অনেকগুলি ব্রাউজার এসে গিয়েছিল। তারা অনেক গতিময়, অনেক মসৃণ, অনেক ‘ইউজার ইন্টারফেস’ অনেক উন্নত। ফলে প্রতিযোগিতায় ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে মাইক্রোসফটের এ ব্রাউজার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ