35 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত

রাজধানীতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত


বিএনএ ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ ড্রোন শো আয়োজন করা হয়। শোতে উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তা।

উপস্থিত লাখো দর্শক মুগ্ধ হয়ে দেখেন- ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে মুগ্ধকে।

আয়োজকরা জানান, এ ড্রোন শো কেবল বিনোদনের নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা-ভবিষ্যতের ইঙ্গিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ কাঠগড়ায় কাঁদলেন ব্যারিস্টার তুরিন আফরোজ চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ, আহত ১০ বোয়ালখালীতে ৩০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আনোয়ারায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের নওগাঁয় সেতু আছে, রাস্তা নেই বিটিভিতে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান "সবিনয় নিবেদন" ডিএমপির অফিস আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা