31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » না ফেরার দেশে মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি

না ফেরার দেশে মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি


বিএনএ বিশ্বডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই(ইন্নালিল্লাহি—- রাজেউন)।  সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাদাবি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন।

কুয়ালালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ‌হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাতেও কাজ হয়নি। এদিকে বাদাবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর শাসনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। এরপর বাদাবি দেশটির প্রধানমন্ত্রী হন।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ