29 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় শ্বাশুড়ি হত্যা মামলার আসামি ‘মানিক’ গ্রেফতার

আনোয়ারায় শ্বাশুড়ি হত্যা মামলার আসামি ‘মানিক’ গ্রেফতার

আনোয়ারায় শ্বাশুড়ি হত্যা মামলার আসামি ‘মানিক’ গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি মো. হেলাল উদ্দিন মানিককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। রোববার (১৩ এপ্রিল) রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ (রোববার) ভোরে স্ত্রীর সাথে ঋণের টাকা নিয়ে বাকবিতন্ডায় জড়ায় অভিযুক্ত মানিক। এর জের ধরে তার স্ত্রী চাকরিতে চলে গেলে শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে।

জানা যায়, বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক ও তার স্ত্রী নারগিছ আকতারের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। হেলাল জুয়া খেলে এবং ঋণগ্রস্থ। স্ত্রীর বেতনের টাকা দিয়েই ওই ঋণ পরিশোধ করে। ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়।  পরে  বাড়ির পাশে জমিতে রশিদা খাতুনের মরদেহ দেখা যায়। ।শাশুড়িকে হত্যা করে পালিয়ে যায় হেলাল উদ্দিন মানিক। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গতরাতে কক্সবাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ,ওজি 

Loading


শিরোনাম বিএনএ