28 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ মণ মাছ জব্দ

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ মণ মাছ জব্দ

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ মণ মাছ জব্দ

বিএনএ, ভোলা : ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ হাজার কেজি (২০০ মণ) পোয়া, ছুরিসহ বিভিন্ন প্রকার মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা ও মেহেন্দির কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী থেকে যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ থেকে মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মাছ জব্দ করে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ইলিশা মেঘনা নদীর তীরে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ