26 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলা : মঙ্গলবার শেষ প্রচারণা, নির্বাচন বৃহস্পতিবার

বোয়ালখালী উপজেলা : মঙ্গলবার শেষ প্রচারণা, নির্বাচন বৃহস্পতিবার

মঙ্গলবার শেষ প্রচারণা, নির্বাচন বৃহস্পতিবার

বিএনএ, (বোয়ালখালী) চট্টগ্রাম: বোয়ালখালীতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে। জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। পছন্দের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনায় সরগরম চায়ের দোকানসহ প্রতিটি অলি-গলি, পাড়া-মহল্লা। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ দলীয় একজনসহ তিন প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপ-নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। এজন্য ৭৭৭টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এসে গেছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। থাকবে দুই প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শাহজাদা এসএম মিজানুর রহমান আনারস প্রতীক এবং দোয়াত কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বোয়ালখালী উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও নারী ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন।

উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ