16 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

বিএনএ, বরিশাল: বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগীর মৃত্যু হয়েছে বলে জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

মৃতরা হলেন- বরিশাল নগরীর কাউনিয়ার কাঞ্চন আলী (৬০), বরগুনার আমতলী উপজেলার নুরুল আমিন (৫৫), বরিশালের বাকেরগঞ্জের আনোয়ারা বেগম (৭০), বরিশাল নগরীর সাগরদীর বাসন্তী (৫৫), বানারীপাড়া উপজেলার রুশিয়া (৫৭), মেহেন্দিগঞ্জ উপজেলার মনোয়ারা (৫৫) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার বারেক হাওলাদার (৮০)।

এদের মধ্যে ছয়জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ জনে।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তদের দেরি করে হাসপাতালে আনাই এসব মৃত্যুর বড় কারণ।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ