18 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৯

মেডিকেল প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে রোববার গভীর রাতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)। জেসমিনের লাশ গলাকাটা অবস্থায় পড়ে ছিল।

নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিন ঘটনাস্থলেই মারা যান।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী জানান, ওই ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে ওই দুই বোন থাকতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাও চলছিল। তাঁদের বিয়ে হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করে আরেকজন আত্মহত্যা করেছেন। তবে তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার সময় তাদের ভাই ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁর অসুস্থ মা এ বিষয়ে কিছু বলতে পারছেন না। দুই বোনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আহা/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ