25 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে বায়ুদূষণে তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বে বায়ুদূষণে তালিকায় দ্বিতীয় ঢাকা

বায়ু

বিএনএ, ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।

৩০৪ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ও কলকাতা চীনের বেইজিং যথাক্রমে একিউআই ২০২ ও ১৮৮ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

সাধারণত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়। স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‌‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এদিকে গত সপ্তাহে বেশিরভাগ দিনই ঢাকার অবস্থান ৫ থেকে ১০ এর ঘরে ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এই দূষণের মাত্রা আরও বাড়তে পারে। শুষ্ক মৌসুম এলেই দূষণের মাত্রা বেড়ে যায়। সরকারি নানান উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দিনের পর দিন বেড়েই চলেছে এই মাত্রার পরিমাণ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ