31 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - অক্টোবর ১১, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক ওসি রফিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

সাবেক ওসি রফিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে


হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদশ দেন।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান  বলেন, ঢাকা থেকে রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানা-পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে।

২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার বিরোধিতা করে সেদিন হাটহাজারীতে বিক্ষোভ-মিছিল করে হেফাজত ইসলাম। তখন থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে চারজন নিহত হন।

নিহতদের একজন হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলামের দাওরায়ে হাদিসের পরীক্ষার্থী রবিউল ইসলাম।  গত ২৩ অাগস্ট শুক্রবার তার বাবা আব্দুল জব্বার মামলা দায়ের করেন। এ মামলায় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয় ।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ