31 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » সিরিয়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

সিরিয়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

সিরিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: সিরিয়ার আলেপ্পো প্রদেশের আফরিন শহরে একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় এক চিকিৎসকসহ ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। শনিবার (১২ জুন) আফরিন শহরের আশ-শিফা হাসপাতালে ওই হামলা হয়।খবর আরব নিউজের।

স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ১৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স দাবি করছে, কামান অথবা মর্টারের গোলা দিয়ে এ হামলা চালানো হয়েছে। প্রথম গোলাটি একটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলা আশ-শিফা হাসপাতালে আঘাত হানে।

সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে এ হামলার জন্য দায়ী করেছে তুরস্ক। আঙ্কারা দাবি, কুর্দি গেরিলারা গ্রাদ ক্ষেপণাস্ত্র ও মর্টারের সাহায্যে ওই হামলা চালায়। সিরিয়ার আফরিন শহরে কুর্দি গেরিলা দমনের নামে গত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করে আসছে। এ কারণে শহরটি খুব অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ