24 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টা ওয়াইফাই চালু : শরীরের কতটা ক্ষতি !

২৪ ঘণ্টা ওয়াইফাই চালু : শরীরের কতটা ক্ষতি !

২৪ ঘণ্টা ওয়াইফাই চালু : শরীরের কতটা ক্ষতি !

এখন শহরের ঘরে ঘরে ২৪ ঘণ্টা ওয়াইফাই চলছে। জানেন ঘরে বসবাসকারী এই মানুষের শরীরের কতটা ক্ষতি ! আজকাল যোগাযোগের বেশি হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটি ইন্টারনেট নির্ভর।অডিও ভিডিও মাধ্যমের যোগাযোগের সুফল বেশি হওয়ায় এখন বেশিরভাগ বাড়িতেই রয়েছে ওয়াইফাই সুবিধা। তা থেকে তরঙ্গের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যায় কম্পিউটার বা মোবাইল ফোনে। শুধু ফোনে কেন ট্যাব, টিভি, ল্যাপটপ,রিস্টওয়াচসহ অনেক কিছু।

এই ওয়াইফাই তরঙ্গের মধ্যে সারা দিন কাটানোটা আদৌ নিরাপদ কি? অনেকে রাতেও বন্ধ করেন না এই রাউটার। সেটাও কি স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিন যন্ত্র থেকে দু’ধরনের বিকিরণ হয়। ‘আয়নাইজিং’ এবং ‘নন-আয়নাইজিং’। মাইক্রওয়েভের মতো যন্ত্রে ব্যবহার করা হয় প্রথমটি। আর ওয়াইফাই, ব্লুটুথ যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় দ্বিতীয়টি। দ্বিতীয়টি সে ভাবে শরীরের ক্ষতি করে না বলেই দাবি করে এসেছেন বিজ্ঞানীরা।

পাশাপাশি সাবধান করা হচ্ছে দ্বিতীয় ধরনের বিকিরণ নিয়ে। বলা হচ্ছে, ওয়াইফাই-এর সিগন্যালের মধ্যে নিরন্তর বাস করলে তার কুপ্রভাব পড়তে পারে শরীরে। মস্তিষ্কের কোষে তার প্রভাব পড়তে পারে। এমনকি ডিএনএ-র গড়নেও বদল আসতে পারে।

এই তরঙ্গের কুপ্রভাব থেকে বাঁচতে কতগুলি পরামর্শও দেয়া হয়েছে। সেগুলি হল:

ইন্টারনেটের প্রয়োজন না থাকলে সেই সময়ে ওয়াইফাই তো বটেই ফোনের ডেটা-ও বন্ধ করে দিন।
ঘুমানোর সময় অবশ্যই ওয়াইফাই রাউটার বন্ধ করে দিন।

বেডরুমে ওয়াইফাই রাউটার না রাখাই ভাল।
যখন ব্যবহার করছেন না তখন ব্লুটুথ স্পিকার বা রাউটার বন্ধ রাখুন।
ইন্টারনেটের প্রয়োজন না থাকলে সেই সময়ে ওয়াইফাই তো বটেই ফোনের ডেটা-ও বন্ধ করে দিন।

যদি সম্ভব হয়, ওয়াইফাই ব্যবহার না করে তারের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করুন।
রাতে ঘুমনোর সময় ওয়াই-ওয়াই বন্ধ করে দিন।

বাচ্চাদের মাথার পাশে নেটযুক্ত মোবাইল না রাখাই ভাল।

এ ছাড়া ডিনারের পর যতটা সম্ভব কম মোবাইল ব্যবহার করুন।

আরও শারীরিক পরিশ্রম করার চেষ্টা করুন। চেষ্টা করুন কাজের পরে আর ল্যাপটপ নিয়ে না-বসার।

ওয়াইফাই যে সব ঘরে ২৪ঘণ্টা চালু থাকে সে সব ঘরের বাসিন্দা প্রবীণদের অনেকে মানসিক যন্ত্রনায় ভুগেন। সবসময় মাথা ব্যাথায় কাতর থাকেন-এসব রোগব্যাধি কী ওয়াইফাইয়ের নেতিবাচক প্রতিক্রিয়া নয় কী? এ সব নিয়ে বিশ্বব্যাপি চলছে নানা গবেষণা।সূত্র: আজতাক।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ