বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় রবিউল ইসলাম রাকিব নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তদন্তে জানা গেছে, তিনি এক সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, “আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
শনিবার ভোরে ঘটনাটি ঘটে। চারুকলার সামনের খোলা চত্বরে রাখা ফ্যাসিস্ট প্রতীকী মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শান্তির প্রতীক পায়রার একটি মোটিফ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ওজি