26 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ধর্মের সাথে সংস্কৃতির কোন বিরোধ নেই: প্রধানমন্ত্রী

ধর্মের সাথে সংস্কৃতির কোন বিরোধ নেই: প্রধানমন্ত্রী

ধর্মের সাথে সংস্কৃতির কোন বিরোধ নেই: প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: বাংলা নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের সঙ্গে সংস্কৃতির কোন সংঘাত বা বিরোধ নেই।

বুধবার (১৩ এপ্রিল) সকালে ৮টি জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলার নবনির্মিত শিল্পকলা একাডেমিগুলোও ভার্চ্যুয়ালি যুক্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ সৃষ্টি করতে চায়। এটা মোটেও সঠিক নয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা একসঙ্গে উৎসব পালন করে থাকি।

শেখ হাসিনা বলেন, বাংলা বর্ষবরণে বার বার বাধা ও রমনা রটমূলে বোমা হামলা করাই হয়েছিল যাতে আমাদের সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে যায়। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে এক সঙ্গে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি। যেখানে সকলের একটা চমৎকার মিলনমেলা হয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যেখানেই বাংলাদেশি আছে সেখানেই এই উৎসব পালিত হয়।

সরকার প্রধান বলেন, আমাদের এই ঐতিহ্য আমাদেরকেই ধারণ করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম যেন এটা চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে যেন এটার আরো উৎকর্ষ সাধন করতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সকল ধর্মের মানুষের ধর্ম চর্চা নয়, দেশের যে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী রয়েছে তাদেরও সংস্কৃতি চর্চা বিকাশের ব্যবস্থা সরকার নিয়েছে। বলেন, আমরা বাঙালি আমাদের নিজস্ব স্বকীয়তা এবং যে সংস্কৃতি রয়েছে সেটা যেন আরো উজ্জীবিত এবং বিকশিত হয় সেভাবেই কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পকলা একাডেমির কার্যক্রম বর্তমানে ৬৪ জেলার সীমা ছাড়িয়ে ৪৯৩ উপজেলা পর্যন্ত সম্প্রসারিত। ইতোমধ্যে হালুয়াঘাট, নওগাঁ ও দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি নির্মাণ করা হয়েছে। প্রতিটি জেলা-উপজেলায় সিনেমা হলের সঙ্গে সিনেপ্লেক্স নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের শিল্পের বিকাশ হবে চতুর্মুখী। পাশাপাশি বিভিন্ন জেলা বা এলাকা ভিত্তিক সংস্কৃতিরও বিকাশ ঘটাতে হবে। লোকজ সঙ্গীত ও লোকজ সাহিত্য যাতে আরো ভালভাবে বিকশিত হতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ, অঞ্চল ভিত্তিক পালাগান, কবিগান, যাত্রা এসব লোক ঐতিহ্য আমাদের অমূল্য সম্পদ।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলার ছেলে-মেয়েদের মেধা বিকাশের সুযোগ দিতে ৪৯৩টি উপজেলায় পর্যায়ক্রমে কালচারাল কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ