40 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়া খুব ভালো আছেন : ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়া খুব ভালো আছেন : ব্যক্তিগত চিকিৎসক


বিএনএ, ঢাকা:করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া খুবই ভালো আছেন। তার অবস্থা খুবই স্থিতিশীল। আর এক সপ্তাহ যদি উনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে, তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন।’

সোমবার (১২ এপ্রিল) বিকেল ৬টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আ. শাকুর, ডা. মোহাম্মদ আল মামুন ও ডা. এফ এম সিদ্দিকী খালেদা জিয়াকে তার বাসভবনে দেখতে যান।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়ার করোনাভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ ছিল না। এখনও কোনো লক্ষণ প্রকাশ পায়নি। যেহেতু উনার বাসায় কয়েকজনের পজেটিভ এসেছে। তাই শনিবার (১০ এপ্রিল) তার নমুনা পরীক্ষার করে রাতে পজেটিভ রিপোর্ট পেয়েছি।’

তিনি বলেন, ‘রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে উনার চিকিৎসা শুরু করা হয়। আমরা প্রতি রাতে নিবীড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যাবেক্ষণ করছি এবং সবাই একসঙ্গে বসে পর্যবেক্ষণ রিভিউ করছি।’

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘‘আমরা দেখতে পেয়েছি, ম্যাডাম খুব ভালো আছেন। এখনও পর্যন্ত উনার তাপমাত্রা নেই। খাওয়ার রুচি ঠিক আছে। স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়নি। একটু আগে উনি আমাকে বলছিলেন- ‘আমার বাসায় যদি ওরা পজেটিভ না হতো, আমাকে যদি টেস্ট না করতেন, তাহলে আমি তো জানতামই না করোনা আক্রান্ত হয়েছি।’’

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা- এ প্রশ্নে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আমরা প্রতি ৪৮ ঘণ্টায় উনার বায়োকেমিক্যাল টেস্টগুলো করবো। যদি কোনোভাবে বুঝতে পারি, উনার তাৎক্ষনিক বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি।’

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত আছেন কিনা জানতে চাইলে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘আমাদের সঙ্গে ইউকে থেকে চিকিৎসক যুক্ত আছেন। এছাড়াও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত আছেন। তিনি সব কিছু তদারকি করছেন।’

Loading


শিরোনাম বিএনএ