30 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ৭ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আনোয়ারায় ৭ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় চলমান অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন ২য় দিনের মত পরিচালিত হয়েছে। এদিন অভিযানে ৭হাজার মিটারের অবৈধ ৭টি উপকূলীয় বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব জালের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

শনিবার ( ১৩ জানুয়ারি) সকাল ১০টার সময় উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডসহ এই সম্মিলিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক। এছাড়াও সাঙ্গু স্টেশনের সিসি ছোটন বড়ুয়া উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, উপকূলীয় এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ