25 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে  জাকিয়া চৌধুরী (২০) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে ইপিজেড থানাধীন  নেভি গেট কলোনি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইপিজেড থানা সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার(১৩ জানয়ারী) ভোরে নেভি গেট কলোনী এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগে নিহতের কক্ষ ভেঙে নিহতের বাবা-মা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জাকিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম এ টি এম জোবায়ের চৌধুরী।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ