বিএনএ,চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি বিএন।
বুধবার (১৩ জানুয়ারি) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ অধিশাখা থেকে উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাকে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ জানান, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য আমার ওপর আস্থা রেখেছেন এতে আমি গর্বিত। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন তাতে অংশ নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, আমি যেভাবে সবার সহযোগিতা পেয়েছি তারা নতুন চেয়ারম্যানকেও অনুরূপ সহযোগিতা করবেন।
নতুন দায়িত্ব পাওয়া এম শাহজাহান ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের ১১ মার্চ তিনি বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক হিসেবে যোগ দেন। সবশের্ষ ২০২০ সালের ৯ এপ্রিল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রিয়ার এডমিরাল এম শাহজাহান।
বিএনএনিউজ/মনির
Total Viewed and Shared : 135