25 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইভটিজিং এর শিকার কুবি শিক্ষার্থী, মদ্যপ যুবক আটক

ইভটিজিং এর শিকার কুবি শিক্ষার্থী, মদ্যপ যুবক আটক


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও গালিগালাজ করার অভিযোগে স্থানীয় এক ‘মদ্যপ’ যুবককে শিক্ষার্থীরা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শালবন জাদুঘর সংলগ্ন আনসার ক্যাম্প মোড়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় এই ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম ফরহাদ মজুমদার (২৫)। তিনি সালমানপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি ‘মদ্যপ’ ছিলেন বলে স্বীকার করেন । বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সামনে এসব তথ্য দেন ফরহাদ।

উত্যক্তের শিকার হওয়া শিক্ষার্থী জানান, আমি কোটবাড়ি থেকে ইঞ্জিনিয়ার বাড়ির পাশে আমার বাসায় যাচ্ছিলাম। তখন ওই ছেলেটি (অভিযুক্ত) রাস্তার পাশে থাকা গাছের গুড়ির উপর বসেছিল। তখন ইঞ্জিনিয়ার বাড়ির দিক থেকে ক্যাম্পাসের দিকে আমার কয়েকজন জুনিয়র আসছিল। তাদের উদ্দেশ্য করে লোকটি (অভিযুক্ত) তখন জিজ্ঞেস করে ‘কিরে ভার্সিটির নাকি?’ তখন জুনিয়রগুলো ভয় পেয়ে যায়। তারা বলে ‘হ্যাঁ ভাই ভার্সিটির’। এরপর লোকটি অকথ্য ভাষায় গালাগালি করে, যা বলে তা প্রকাশ যোগ্য নয়।

ভুক্তভোগী আরও বলেন, জুনিয়রদের মুখে এসব কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। তখনই পাশের বাসা থেকে একজন আঙ্কেল বের হলে আমি উনার সহযোগিতা চাই। এরপর সে আমার কাছে এসে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরপর আমি দৌড়ে বাসায় গিয়ে আমার জুনিয়রদের ফোন দেই। তখন জুনিয়ররা এসে ওই লোকটিকে ধরে করে প্রক্টর অফিসে নিয়ে আসে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে  অভিযুক্ত ফরহাদ মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি উত্যক্ত ও গালিগালাজ করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ড্রাংক ছিলাম। কিন্তু, আমি আপুকে কিছু বলিনি।’

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘ আমি আমার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব।’

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসফার খান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী যদি থানায় অভিযোগ করে তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আপাতত প্রাথমিক তদন্তের জন্য অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা ভুক্তভোগীর সাথে কথা বলেছি। সে পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে থানায় অভিযোগ করবে কি না। সে অভিযোগ করলে আমাদের প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে৷ আর না করলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কথা বলে এলাকাবাসীর সাথে মিলে মুচলেকা নেওয়ার ব্যবস্থা করতে পারি।’

বিএনএ/আদনান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ