29 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - জুন ২, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৮

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৮


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের হরিয়ানায় তীর্থ থেকে ফেরার পথে বাসে আগুন লেগে ৮ জন নিহত হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ আরও ২৪ জন। শুক্রবার (১৭ মে)  রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনা কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। বাসে ৬০ জন যাত্রী ছিলেন। নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। গভীর রাত হওয়ায় বাসের সিংহভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিলেন। ফলে প্রাথমিক আত্মরক্ষার সুযোগটুকুও অনেকে পাননি বলে মনে করা হচ্ছে।

এ সময় স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

আটজন তীর্থযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা প্রশাসন। তবে, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ